Top Makeup Brands | টপ মেকআপ ব্র্যান্ড

makeup brands picture

Posted By,

আমরা মেয়েরা অনেকেই কমবেশি Makeup করতে ভালোবাসি, তাইনা? তবে Makeup সরঞ্জাম কেনার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ধরনের কনফিউশনের মধ্যে থাকি। এই যেমন ধরুন প্রোডাক্টের মান কেমন, কোন ক্ষতিকারক কেমিক্যাল আছে কিনা, কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা বেশ চিন্তিত থাকি। কারণ কোন রকম ভুল প্রোডাক্ট কিনে ফেললেই তো ত্বকের অবস্থা খারাপ!

এর জন্য আমরা ভালো কসমেটিকস ব্র‍্যান্ড গুলোকে বেশি প্রাধান্য দেই। সবসময়ই ভালো ব্র‍্যান্ডের কসমেটিক কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যাতে আমরা প্রোডাক্ট এর কোয়ালিটি বুঝে কিনতে পারি এবং বিভিন্ন ক্ষতিকারক প্রভাব এড়াতে পারি। আজ আমরা কিছু ভালো Makeup ব্র‍্যান্ড সম্পর্কে জানবো যা বর্তমান বিশ্বে Makeup জগতের শীর্ষে অবস্থান করছে। চলুন তাহলে শুরু করা যাকঃ

Makeup এর কোন ব্র‍্যান্ড সবচেয়ে ভালোঃ

মেকআপের বিখ্যাত ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম শীর্ষে অবস্থান করছে লরিয়াল প্যারিস ব্র্যান্ড। এটি একটি ফ্রেঞ্চ কসমেটিকস কোম্পানি। এটি বর্তমান বিশ্বের বড় বড় ব্রান্ডগুলোর মধ্যে একটি অন্যতম ব্রান্ড, যার বিশাল সাম্রাজ্য ব্র্যান্ডের জগতের শীর্ষে জায়গা করে নিয়েছে।

শুধুমাত্র মেকআপ নয়, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রেও যথেষ্ট সুনাম অর্জন করেছে এই ফরাসি ব্র্যান্ডটি। অর্থাৎ আপনি আপনার ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্ন এবং মেকআপ সরঞ্জাম কিনতে এই ব্র্যান্ডটিকে ভরসা করতে পারেন। কারণ এই ব্র্যান্ডটি বর্তমান বিশ্বে সর্বোচ্চ বিক্রয় হওয়া কসমেটিক্স ব্র্যান্ডের মধ্যে অন্যতম।

বিভিন্ন ধরনের মেকআপ সরঞ্জাম যেমনঃ ফাউন্ডেশন, আইলাইনার, ভলিউম মাসকারা, হাইলাইটার, লিপস্টিক ইত্যাদি প্রোডাক্ট আপনি সুলভ মূল্যে কিনতে পারবেন। আর অরিজিনাল প্রোডাক্ট টি যদি সঠিকভাবে বাছাই করে নিতে পারেন, তবে এর কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ হবে।

বর্তমান বিশ্বের যত নামকরা ব্র্যান্ড থাকুক না কেন, মেবিলাইন নিউ ইয়র্ক ব্র্যান্ডটি কে টেক্কা দেওয়ার ক্ষমতা খুব কম ব্র্যান্ডেরই আছে। এই ব্র্যান্ডের কার্যক্রম শুরু হয়েছিল খুবই ছোট একটি পারিবারিক ব্যবসা দিয়ে। এই ব্র্যান্ডের উদ্যোক্তা মিস্টার থমাস লিল উইলিয়ামস ১৯১৫ সালে সর্বপ্রথম একটি চোখের মাশকারা বানিয়েছেন যেটা এখনও পর্যন্ত বিখ্যাত লাইন আপ মাশকারা বলে পরিচিত। আর সেখান থেকে বর্তমানে এটি ইউনাইটেড স্টেটের বিখ্যাত কসমেটিকস এবং মেকাপ ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে।

মেকআপ সরঞ্জামের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস যেমন স্কিন কেয়ার, বডি কেয়ার এবং পারফিউম এর বিশাল সম্ভার রয়েছে এই ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের কসমেটিকস আপনি গুণগতমানের সাথে সাথে সুলভ মূল্যে পেয়ে যাবেন। এই ব্র্যান্ডের অন্যতম সেরা আকর্ষণ হলো এদের সাইন্টিফিক ফর্মুলা যুক্ত এবং ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন শেডের ফাউন্ডেশন। এছাড়াও আইশ্যাডো প্যালেট, লিপস্টিক, হাইলাইটার ইত্যাদি তো আছেই।

বর্তমান বিশ্বের অন্যতম হাই এন্ড রেঞ্জ বা অধিক মূল্যের মেকআপ প্রোডাক্ট এর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থান করছেন ম্যাক ব্র্যান্ডটি। বিভিন্ন ধরনের কালার শেড মেকআপের জন্য ম্যাক একটি অন্যতম নাম। ১৯৮৪ সাল থেকে রংবেরঙের শেডের জন্য বিখ্যাত হয়ে আসছে এই ব্রান্ডটি।

তবে এই ব্র্যান্ডের প্রোডাক্ট এর মূল্যসীমা অধিক থাকায় অনেকেই এই ব্র্যান্ডের প্রোডাক্ট সচরাচর ব্যবহার করতে পারেন না। তবে এই ব্র্যান্ডের সৃজনশীলতা এবং প্রোডাক্ট এর মান সকলের নজর কাড়বেই। তাই যদি আপনি এর মূল্য বহন করতে পারেন এই ব্র্যান্ডের ছোটখাটো একটি কালেকশন আপনি নিঃসন্দেহে রাখতে পারেন।

বিভিন্ন ধরনের রঙ বেরঙের শেডের লিপস্টিক, আইশ্যাডো প্যালেট, নেইল পলিশ সহ বিভিন্ন ধরনের ফাউন্ডেশন, হাইলাইটার ইত্যাদি তো রয়েছেই।

১৯৯৪ সাল থেকে সফলতার সাথে ব্যবসা করে কসমেটিকস এবং মেকআপের জগতে ব্যাপক সুনাম অর্জন করেছে নার্স নামক এই ব্র্যান্ডটি। এর অসাধারণ সাদা কালো প্যাকেজিং এবং সেই সাথে মানসম্মত প্রোডাক্ট কোয়ালিটি ক্রেতাদের মন জয় করে নিয়েছে অনেক সহজেই। সর্বপ্রথম একসাথে ১২ টি লিপস্টিক বাজারে এনে এবং অধিক হারে বিক্রয় করে ক্রেতা এবং মেকাপ আর্টিস্টদের নজরে আসে নার্স। তারপর থেকেই সফলতার এবং সুনামের সাথে জায়গা করে নিয়েছে শীর্ষস্থানীয় দের মধ্যে।

নার্স ১৯৯৯ সালে মেকাপের একটি উল্লেখযোগ্য সরঞ্জাম- ব্লাশ মার্কেটে নিয়ে আসে এবং সেটি পুরো আমেরিকায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এই ব্র্যান্ডের উদ্যোক্তা ফ্রাংসোয়া নার্স এই পিচ কালারের গোলাপী আভাময় এই আইকনিক ব্লাশটির জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও প্রত্যেকটি পন্যের আলাদা আলাদা নজরকাড়া নামের জন্য ও বিখ্যাত এই ব্র্যান্ডটি। এই ব্র্যান্ডের মেকাপের মধ্যে আরো রয়েছে ফাউন্ডেশন, লিপস্টিক, শ্যাডো প্যালেট, হাইলাইটার ইত্যাদি। তাই মেকআপ ব্র্যান্ড গুলোর মধ্যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট ও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়।

মেকআপ ব্র্যান্ডের জগতে অন্যতম লাক্সারী ব্র্যান্ড হলো শ্যানেল। এই ব্র্যান্ডের এক্সক্লুসিভ এবং গ্ল্যামারাস প্রোডাক্ট কোয়ালিটি সহজেই জায়গা করে নিতে পারে ক্রেতাদের মনে। এই ব্র্যান্ডের অন্যতম প্রধান আকর্ষণ হলো লিপস্টিক। এছাড়া ও এই ব্র্যান্ডটির উন্নত এবং মানসম্মত ব্লাশ, শ্যাডো প্যালেট, হাইলাইটার এবং এসপিএফ যুক্ত ফাউন্ডেশন সহজেই ক্রেতাদের নজর কাড়ে।

বিখ্যাত মেকআপ ব্র্যান্ড গুলোর মধ্যে আরেকটি অন্যতম ব্র্যান্ড হলো রেভলন। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের মেকআপ সরঞ্জাম এর একটি বিশাল সম্ভার এই ব্র্যান্ডটি। এই ব্র্যান্ডের প্রোডাক্ট এর মূল্য তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটু সাশ্রয়ী হলেও প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ করে না এই ব্র্যান্ড।

বিভিন্ন ধরনের রঙ-বেরঙের শেডের লিপস্টিক, গ্ল্যামারাস আইশ্যাডো প্যালেট, নেইল পলিশ, আইলাইনার, ব্লাশন এবং হাইলাইটার এর জন্য ব্যাপক জনপ্রিয় এই রেভলন ব্র্যান্ডটি। সুতরাং আপনি যদি উন্নত মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে আপনার পছন্দের মেকআপ সরঞ্জাম কিনতে চান তবে সেক্ষেত্রে রেভলন হতে পারে আপনার জন্য একটি ভাল অপশন।

মেকআপ জগতের শীর্ষে অবস্থানকারী আরো একটি সৌখিন মেকআপ ব্র্যান্ড হলো ডিওর। আপনি যদি এখনো পর্যন্ত কোন ব্র্যান্ডের মেকপ ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন এই ব্র্যান্ডটি।

এই ব্র্যান্ডের সবচেয়ে বিখ্যাত মেকআপ সরঞ্জাম হলো লিপস্টিক। এই ব্র্যান্ডের লিপস্টিক গুলোর মানসম্মত টেক্সচার এবং উন্নত ফর্মুলা খুব সহজেই আপনার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। এছাড়াও ডিওর এর রয়েছে এক্সক্লুসিভ সব ফাউন্ডেশন, যা একজন মেকআপ বিগিনার বা নতুন ব্যবহারকারী হিসেবে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

মেকআপ ব্র্যান্ড এর জগতে আরো একটি অন্যতম নাম হল সেফোরা। সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্যের আরো একটি উদাহরণ হল এই ব্র্যান্ডটি। সেফোরা ব্র্যান্ডের উন্নত কোয়ালিটির মেকআপ প্রোডাক্ট গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। সেফোরা ব্র্যান্ডের মেকআপ এর মধ্যে রয়েছে ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার, আইশ্যাডো প্যালেট, আইলাইনার, হাইলাইটার, লিপস্টিক ইত্যাদি। সুতরাং মেকআপ কেনার জন্য আপনার বাজেট যদি তুলনামূলক কম থাকে তাহলে আপনি অবশ্যই সেফোরা ব্র্যান্ডের প্রোডাক্ট ট্রাই করতে পারেন।

আপনি যদি মেকাপের পর একটি সুন্দর ন্যাচারাল লুক পেতে চান, তাহলে আপনি বেছে নিতে পারেন ববি ব্রাউন এর মেকআপ কসমেটিক গুলো। ববি ব্রাউন নামক একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট তার নিজের নামে এই ব্র্যান্ডটি তৈরি করেছিলেন। ববি ব্রাউন ব্র্যান্ডের কসমেটিকস গুলোর সবথেকে প্রধান বিশেষত্ব হল এই ব্র্যান্ডের মেকআপ সরঞ্জাম যেমনঃ ফাউন্ডেশন, লিপস্টিক, আইশ্যাডো প্যালেট, কমপ্যাক্ট পাউডার ইত্যাদি সব ধরনের ত্বকের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এই ব্র্যান্ডের ফাউন্ডেশন তুলনামূলক হালকা ওজনের অর্থাৎ লাইটওয়েট। এটি আপনার মুখে ভারী কোনো প্রলেপ তৈরি করবে না। এছাড়াও এই ব্র্যান্ডের লিপস্টিক গুলো একটু হালকা রঙের হয়ে থাকে। যার ফলে মেকআপ করার পরেও আপনার সৌন্দর্য থাকবে একদম ন্যাচারাল।

আপনি যদি অ্যাডভান্স লেভেলের একজন মেকআপ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে আপনার জন্য নিক্স ব্র্যান্ডটি। ভাবছেন কেন? কারণ এই নিক্স ব্র্যান্ডি আপনাকে দিতে পারে অ্যাডভান্স লেভেল উন্নত ফর্মুলা যুক্ত মেকআপ সরঞ্জাম, অবশ্যই সাশ্রয়ী মূল্যে।

নিক্স ব্র্যান্ডের সবথেকে বিখ্যাত যে মেকআপ সরঞ্জাম টি আছে সেটি হল লিপস্টিক। লিপস্টিক গুলো এত উন্নত মানের এবং সৃজনশীল ফর্মুলা যুক্ত রংবেরঙের টেক্সচার যা সহজেই যে কোন মেকআপ আর্টিস্ট এর মন কাড়তে সক্ষম। এর জন্য অনেক বিখ্যাত মেকআপ আর্টিস্ট ও নিক্সের মেকআপ সরঞ্জাম ব্যবহার করে থাকেন। এছাড়া নিক্স ব্রান্ডের কনসিলার, কমপ্যাক্ট পাউডার, আইশ্যাডো প্যালেট, হাইলাইটার ইত্যাদি রয়েছে।

পরিশেষে আমরা বলতে পারি, উপরোক্ত আলোচনা থেকে আমরা কয়েকটি বিখ্যাত মেকআপ ব্র্যান্ড সম্পর্কে জানতে পারলাম। মেকআপ সরঞ্জাম কেনার সময় মেকআপ ব্র্যান্ড সম্পর্কে জানা সত্যিই ভীষণ জরুরী। কারণ মেকআপ সরঞ্জামের কোয়ালিটি যদি উন্নত মানের না হয় তাহলে এগুলো আমাদের ত্বকে দীর্ঘমেয়াদি মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই মেকআপ সরঞ্জাম কেনার আগে অবশ্যই এর গুণগত মান পরীক্ষা করে নিন এবং অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণের তারিখ চেক করে নিন।

অতিরিক্ত পরিমাণে মেকআপ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ এটি আপনার ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার থেকে পরবর্তীতে আরোগ্য পাওয়া প্রায় অসম্ভব। অবশ্যই নিয়মিত স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন। বাইরে বের হওয়ার সময় বাইরে থেকে ফিরে অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অন্যকেও মেনে চলতে উৎসাহিত করুন। সতর্ক হোন, সুস্থ থাকুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *